খেলাধুলা

বিশ্বকাপ ভেন্যু বদলের দাবিতে স্বাধীন কমিটির হস্তক্ষেপ চায় বিসিবি

ডেস্ক

শেয়ারঃ

বিশ্বকাপ ভেন্যু বদলের দাবিতে স্বাধীন কমিটির হস্তক্ষেপ চায় বিসিবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে লম্বা সময় ধরেই চলছে আলোচনা-সমালোচনা। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সূত্রধরেই এই সূচনা। কলকাতা নাইট রাইডার্স কোনো ন্যায্য কারণ ছাড়াই মুস্তাফিজকে বাদ দেয়। এরপর ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে বিশ্বকাপ ভেন্যু বদলের দাবিতে স্বাধীন কমিটির হস্তক্ষেপ চায় বিসিবি

আপত্তি জানায় বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।


এ বিষয়ে আইসিসি এবং বিসিবি বেশ কয়েকটি বৈঠকও করেছে। তবে আইসিসি বিসিবির অনুরোধে সাড়া দেয়নি। সবশেষ গত পরশু বোর্ড মিটিংয়ে ভোটাভুটিতে ঠিক হয়, বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে, না হলে অন্য দল বিকল্প হিসেবে খেলবে। এরপর বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আইসিসির কাছে ২৪ ঘন্টা সময় চেয়ে নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্তেই অনড় আছে বিসিবি ও বাংলাদেশ।


গতকাল ক্রীড়া উপদেষ্টা ক্রিকেটারদের সঙ্গেও বৈঠক করেছেন। ক্রিকেটাররাও সরকারের সিদ্ধান্তে একমত আছেন বলেই জানা গেছে। এদিকে নিজেদের অবস্থানে অনড় থাকলেও এখনো বিশ্বকাপ খেলার আশা ছাড়ছে না বিসিবি। তাই তো, আইসিসিতে ফের চিঠিও দেওয়া হয়েছে।


আইসিসিকে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়টি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। আইসিসির কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি সেটির সুরাহা করে।


সম্পর্কিত খবর