জাতীয়
ভোটে নজর রাখবেন দেশি-বিদেশি ৫৬ হাজার পর্যবেক্ষক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক সোমবার (২৬ জানুয়ারি) জানান, দেশি ৮১টি পর্যবেক্ষক সংস্থার মাধ্যমে ৫৫ হাজার ৪৫৪ জন এবং বিদেশি প্রায় ৫০০ পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করবেন।
তিনি আরো জানান, ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারে সংসদ নির্বাচন ও গণভোটের রায় দেবেন ভোটাররা।






