জাতীয়

শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির ২২ নেতাকর্মী

ডেস্ক

শেয়ারঃ

শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির ২২ নেতাকর্মী

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মোবারকপুর ইউনিয়নের টিকরী বাজারে বিএনপি থেকে ২২ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।


মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী ও উপজেলা জামায়াতের আমিরসহ স্থানীয় নেতারা। এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করা হয়।


বক্তব্যে ড. কেরামত আলী সুশাসন ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার কথা তুলে ধরে জনগণকে সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান। যোগদানকারীদের পক্ষে সহবুল ইসলাম বলেন, কল্যাণমুখী রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।


অনুষ্ঠানে মোবারকপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা জামায়াতে যোগ দেন বলে জানানো হয়।


সম্পর্কিত খবর